নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপের সুপার ফোরে খেলতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন ওপেনার লিটন দাস। বিসিবি এক সূত্র জানিয়েছে আজ (সোমবার) রাতেই পাকিস্তানে রওয়ানা দেবেন এই উইকেটকিপার ব্যাটার। এর আগে জ্বরের কারণে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যান তিনি। যদিও জ্বর সেরে ওঠায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। সোমবার রাত ৯টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্য উড়াল দেবেন লিটন।
এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে কার্যত সুপার ফোন নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই বাকি। সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হবে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ৬ তারিখ এই ম্যাচ। এরপর সাকিব-মুশফিকরা পাড়ি জমাবে শ্রীলঙ্কায়। আসরের ফাইনালও হবে দ্বীপ দেশটিতে।
লিটন না থাকায় এবার এশিয়া কাপে ওপেনিং নিয়ে ভুগতে হয় বাংলাদেশকে। তাঁর ছিটকে যাওয়ার পর তড়িগড়ি করে বিকল্প উইকেটকিপার ওপেনার হিসেবে এনামুল হক বিজয়কে শ্রীলঙ্কায় পাঠায় বিসিবি। শ্রীলঙ্কা ম্যাচের আগের দিন দলে যোগ দেওয়া বিজয়কে খেলানো হয় নি। এরপর পাকিস্তানেও সুযোগ পান নি তিনি। এদিকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুই আনকোরা ওপেনার নাঈম শেখ আর তানজিদ হাসান তামিমকে নামিয়ে ফল হয়নি। দুজনই হয়েছিলেন ব্যর্থ। দলও পায় নি জয়ের দেখা।
এরপর আফগানিস্তানের বিপক্ষে মেইক শিফট ওপেনার হিসেবে নাঈমের সঙ্গে পাঠানো হয় মেহেদি হাসান মিরাজকে। লোয়ার মিডল অর্ডারে নিয়মিত খেলা এই ডানহাতি আফগান ম্যাচে বাজিমাত করে সেঞ্চুরি রাঙান। তবে নাঈমের ব্যাটে রান আসেনি। কঠিন ম্যাচে তাই অভিজ্ঞ লিটনকে চাইছে দল। আর সেই ভাবনা থেকেই আজ রাতে পাকিস্তান যাচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে খেলে সাকিবদের গন্তব্য শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post