নিজস্ব প্রতিবেদকঃ শেষ হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকেও, প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংলিশরা। এই সিরিজে কয়েকজনের পারফম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ।
চলতি বছর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে হবে এশিয়া কাপও। এই দুই টুর্নামেন্ট ছাড়াও বাংলাদেশ দলের আরও সিরিজ রয়েছে দুটি। এসবে সিরিজে দলে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কিছু ক্রিকেটারকে দেওয়া হতে পারে বিশ্রাম। সেই জায়গায় নতুন ক্রিকেটারদের বাজিয়ে দেখা হতে পারে।
খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেই ইঙ্গিত দিয়েছেন। মূলত ব্যাকআপ ক্রিকেটার তৈরি করতেই এমনটা করা হবে। একইসাথে বিসিবি প্রধান জানিয়েছেন, এশিয়া কাপের জন্য যেই দলটা দেওয়া হবে, সেই দলটাই খেলতে যাবে ওয়ানডে বিশ্বকাপে।
পাপন বলেন, ‘সামনে আমাদের দুটি সিরিজ রয়েছে, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে। এই সিরিজে আমরা দুই-এক জনকে বিশ্রাম দিতে পারি। বিশ্রাম দিয়ে নতুন একটা খেলোয়াড় দেখতে পারি, অপশন কে আছে সেটা দেখার জন্য। যদি আমার কখনও অপশন দরকার হয়ে কে খেলবে!
‘এটা নিয়ে কেউ যেন দুশ্চিন্তা না করে, আপনাদের মিডিয়ায়ও হুলস্থুল করার কিছু নেই। এশিয়া কাপের জন্য যে দলটা ঘোষণা করা হবে, সেটাই হবে বিশ্বকাপ দল। এটা মনে রাখতে হবে।’ যোগ করেন বোর্ড সভাপতি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post