স্পোর্টস ডেস্কঃ নানান জল্পনা-কল্পনার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে এশিয়া কাপের সূচি। চলতি বছর হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট পর্দা ওঠবে টুর্নামেন্টের।
আসরে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে নামবে টাইগাররা। লঙ্কা দ্বীপের ক্যান্ডিতে হবে সেই ম্যাচ।
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচ টাইগাররা খেলবে ৩ সেপ্টেম্বর। তবে ম্যাচটি হবে পাকিস্তানের মাটিতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।
গ্রুপ পর্বের দুই ম্যাচ দুই দেশে খেলবে বাংলাদেশ। মাঝে মাত্র বিরতি দুই দিন। শ্রীলঙ্কা থেকে পাকিস্তানের দূরত্বও অনেক বেশি। আর তাই ভ্রমণক্লান্তি নিয়ে দুঃশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে চাটার্ড বিমান দেওয়া হবে যাতায়াতের জন্য। তবে এরপরও ভ্রমণক্লান্তি নিয়ে অস্বস্তি বিসিবির মাঝেও।
এই প্রসঙ্গে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদেরকে তো লাহোরে যেতে হবে। শুরুতে শ্রীলঙ্কায় খেলা। প্রথম রাউন্ডে দুইটা ম্যাচ আছে আমাদের পাকিস্তান, শ্রীলঙ্কা মিলিয়ে। যেতে হবে, কিছু তো করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখ আমাদের আবার ম্যাচ। যাত্রাটা যেন আরামদায়কভাবে হয় সেজন্য এসিসি থেকে চাটার্ড বিমান দেয়া হবে। এটা ওরা সিদ্ধান্ত নিয়েছে।’
বিসিবির অন্যতম শীর্ষ কর্তা আরও বলেন, ‘যাতায়াত করলে তো সব সময় একটা প্রভাব পড়েই। আপনি যদি বিমানে যান তাহলে ২-৩ ঘন্টা আগে যেতে হয়, লাগেজ নিয়ে যেতে হয়, এছাড়া মানসিক শক্তিরও বিষয় আছে। শ্রীলঙ্কা থেকে পাকিস্তান তো খুব কাছে না…। যেহেতু এসিসি সিদ্ধান্ত নিয়েছে…সবাই মেনেছে, আমাদেরও মেনে নিতে হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post