স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
আর সেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই নিয়ে আসরে খেলা চার ম্যাচেই টস জিতেছেন টাইগার অধিনায়ক। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল। অবশ্য টস জিতলেও ব্যাটিংই নিতেন তিনি।
এশিয়া কাপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় পরাজয় দেখেছে দল। তাই জয় ব্যতীত অন্য কিছুতে চোখ রাখার সুযোগ নেই টাইগারদের সামনে। এছাড়া লঙ্কানদের বিপক্ষে গ্রুপ পর্বে প্রথম দেখায় বাংলাদেশ হেরেছে। যার ফলে প্রতিশোধেরও লড়াই টাইগারদের সামনে।
এদিকে শ্রীলঙ্কা এই ম্যাচ দিয়ে সুপার ফোরের মিশন শুরু করতে যাচ্ছে। গ্রুপ পর্বে দুই জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে দলটির। তার উপর নিজে দেশের মাটিতে খেলা। সুপার ফোরের শুরুটা জয় দিয়েই করতে চাচ্ছে লঙ্কানরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post