এশিয়া কাপে তাইজুলসহ ৩ ক্রিকেটার স্ট্যান্ডবাই তালিকায়

0
109

নিজস্ব প্রতিবেদকঃ আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এরপরই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দল দেয় নিজেদের ওয়েবসাইটে। তবে শুধুমাত্র মূল দলই নয়, স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটারদের নামও প্রকাশ করেছে বিসিবি।

এশিয়া কাপের স্ট্যান্ডবাই ক্রিকেটারের তালিকায় আছেন ৩ জন। এর মধ্যে আছেন মূল দলে জায়গা হারানো তাইজুল ইসলাম। এছাড়া বাকি দুই ক্রিকেটার হলেন তানজিম হাসান সাকিন ও সাইফ হাসান। দুজনই সবশেষ ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কায় পারফর্ম করেছেন।

চলতি বছর হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে এবারের এশিয়া কাপ। ৩০ আগস্ট পর্দা ওঠবে টুর্নামেন্টের। ১৭ সেপ্টেম্বর, ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায়, ৫০ ওভারের টুর্নামেন্ট হবে। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপে ভাগ হয়ে ৬টি দল অংশ নিবে এবারের এশিয়া কাপে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুই দল, সব মিলিয়ে ৪ দলের সুপার ফোর হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই খেলবে ফাইনালে।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে নামবে টাইগাররা। লঙ্কা দ্বীপের ক্যান্ডিতে হবে সেই ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচ টাইগাররা খেলবে ৩ সেপ্টেম্বর। তবে ম্যাচটি হবে পাকিস্তানের মাটিতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।

এশিয়া কাপে ১৭ সদস্যের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান।

স্ট্যান্ডবাইঃ তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান সাকিব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here