এশিয়া কাপে নিশ্চিত নয় রাহুল-আইয়ারের খেলা

0
72

স্পোর্টস ডেস্কঃ চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছেন না লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। আসন্ন এশিয়া কাপে দুই তারকাই অনিশ্চিত। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে ওঠে এসেছে বিষয়টি।

পিঠের পুরোনো চোট নিয়ে ভুগছেন শ্রেয়াস আইয়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে মিস করেছেন সবশেষ আসর। করিয়েছেন অস্ত্রোপচারও। খেলা হয়নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বেঙ্গালুরুতে অবস্থিত ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে। পুরোপুরি সুস্থ হতে না পারায় আসন্ন এশিয়া কাপে অনিশ্চিত এই ডানহাতি ব্যাটার।

একই অবস্থা লোকেশ রাহুলেরও। আইপিএল চলাকালীন হ্যামিস্ট্রিংয়ে চোট পান লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। পরবর্তীতে চিকিৎসা করিয়েছেন ইংল্যান্ডেও। তিনিও বেঙ্গালুরুতে অবস্থিত ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে ছিলেন।

তবে এখনও সুস্থ হতে পারেননি রাহুল। যার ফলে এই তারকা উইকেটরক্ষক ব্যাটারের মাঠে ফেরা হচ্ছে না সহসাই। সব ঠিক থাকলে এশিয়া কাপেও খেলা হচ্ছে না এই তারকার। যদিও বিসিসিআইয়ের আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা ছাড়া এখনও কিছু নিশ্চিত নয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here