স্পোর্টস ডেস্কঃ চূড়ান্ত হয়েছে এবারের এশিয়া কাপের গ্রুপ। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। আসন্ন আসরে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
টুইট বার্তায় জয় শাহ বলেন, ‘২০২৩ ও ২০২৪ সালের জন্য ক্রিকেটের ক্যালেন্ডার প্রকাশ করা হলো। এই গেইমটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমাদের অতুলনীয় প্রচেষ্টা ও আবেগ রয়েছে। আশা করি দারুণ একটি বছর কাটবে ক্রিকেট ভক্তদের জন্য।’
এদিকে আসন্ন এশিয়া কাপের স্বাগতিক দেশ এখনও পর্যন্ত নির্ধারণ করেনি এসিসি। এখনও পর্যন্ত চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে পাকিস্তানের মাটিতে। তবে ভারত সেখানে খেলতে যাবে না, এমন দাবি বেশ আগে থেকে তুলে রেখেছে। ফলে সেখানে খেলা হওয়া নিয়ে সংশয় রয়েছে।
এর আগে ২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু বিসিসিআই সেখানে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় পিসিবি পরবর্তীতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) আয়োজনের স্বত্ব দিয়ে দেয়। ২০২০ থেকে ২০২১ সালে পিছিয়ে দেওয়া হলেও লঙ্কানদের মাটিতে শেষ পর্যন্ত আর ওই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে পারেনি। মূলত করোনাভাইরাস পরিস্থিতির কারণে সেবার স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০