স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা-ভারত মিলিয়ে খেলা হলো স্রেফ ২১.১ ওভার। রোববার কলম্বোয় আগে ব্যাট করতে নেমে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ওই রান তুলতে ৩৭ বলের বেশি খেলতে হয় ইশান কিশান আর শুভমান গিলের। ভারত ম্যাচ জিতল ১০ উইকেটে। জিতে নেয় এশিয়া কাপের রেকর্ড অষ্টম শিরোপা।
এশিয়া কাপের ইতিহাসে উইকেটের দিক থেকে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তা–ই নয়, বলের দিক থেকেও যেকোনো টুর্নামেন্টের ওয়ানডে ফাইনালে সবচেয়ে বড় জয়ও এটি–২৬৩ বল হাতে রেখে। এছাড়া এটি ভারতেরও সব থেকে বড় ওয়ানডে জয়। শুধুমাত্র উইকেটের হিসেবে নয়, ৫০ ওভারের ক্রিকেটে যেকোনো ফাইনালে বল হাতে রেখে জয় পাওয়ার হিসেবেও এটি সবচেয়ে বড় জয়।
এশিয়া কাপের ইতিহাসে শ্রীলঙ্কা-ভারত ম্যাচটি এখন সবচেয়ে চেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচ। ২১.৩ ওভারে শেষ হয়ে গেল ফাইনাল ম্যাচ। মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আগে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারেই ৫০ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে যেকোনো দলের এটাই সর্বনিম্ন স্কোর। সেই রান তাড়া করতে নেমে রেকর্ড গড়া জয় এনে দেন শুভমান গিল ও ইশান কিশান।
গিল-ইশান মাত্র ৩৭ বল খেলে ভারতকে এশিয়া কাপের রেকর্ড অষ্টম শিরোপা এনে দেন। গিল ১৯ বলে ২৭ এবং ইশান ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। এর আগে মোহাম্মদ সিরাজের বোলিং দেখে ক্রিকেট বিশ্ব। ৭ ওভার, ১ মেডেনে ২১ রান খরচায় তিনি নেন ৬ উইকেট! ওয়ানডেতে ভারতের চতুর্থ সেরা বোলিং ফিগার এখন এটিই। আজকের ফাইনালে সিরাজময় ইনিংসে কাবু হয়ে যায় শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post