স্পোর্টস ডেস্ক:: শুরুতে এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডে ছিলেন লিটন দাস। অসুস্থ হয়ে দলের সঙ্গে যেতে পারেননি। শেষ মূহুর্তে তার বদলী হিসেবে এনামুল হক বিজয়কে এশিয়া কাপের দলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টাইগাররা আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর প্রায় নিশ্চিত করেছে। এরই মধ্যে লিটন দাসও সুস্থ হয়ে উঠেছেন। বিসিবি এবার তাকে এশিয়া খেলানোর জন্য পাকিস্তান পাঠাচ্ছে।
তবে চাইলেই এখন দলে ঢুকতে পারবেন না এই ওপেনার। কারণ তার বদলী হিসেবে দলে সুযোগ পেয়েছেন বিজয়। ১৭ জনের স্কোয়াডে আর নাম নেই লিটনের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্ণামেন্টের আইন অনুযায়ী ১৭ জনের বাইরের কাউকে খেলানোর সুযোগ নেই।
এখন যদি দলের অন্য কেউ ইনজুরি হন বা অসুস্থ হন তবেই লিটন দাসকে দলে নেওয়া যাবে। তবে বিসিবি তাকে খেলানোর চেষ্টা করছে। সেজন্য এশিয়া কাপে পাঠানো হচ্ছে এই টাইগার ওপেনারকে।
ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। তিনি এসিসির টেকনিক্যাল কমিটিরও সদস্য। তিনি গণমাধ্যমে জানিয়েছেন, পরিস্থিতি তৈরি না হলে লিটন খেলবেন না। ব্যাকআপ ওপেনার হিসেবেই তিনি দলের সঙ্গে থাকবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post