স্পোর্টস ডেস্কঃ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দল। রোববার দুবাইয়ে জুনিয়র টাইগারদের জয় ১৯৫ রানের বড় ব্যবধানে। ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির রেকর্ডগড়া ১২৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ২৮২ রানের বড় সংগ্রহ পায় লাল সবুজের প্রতিনিধিরা। রান তাড়ায় মাত্র ৮৭ রানে শেষ হয়ে যায় আরব আমিরাতের ইনিংস।
এবারের এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের ওপেনার শিবলি। ৫ ম্যাচের মধ্যে ছিল দুই সেঞ্চুরি এবং দুই হাফ-সেঞ্চুরি। তিনিই এবারের সর্বোচ্চ রান সংগ্রাহক। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জাপানের বিপক্ষে ৭১ রান করেছিলেন শিবলি। এরপর আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৫৫ রান। ছিলেন অপরাজিত।
শ্রীলঙ্কার বিপক্ষে শিবলির ১১৬ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে দিয়েছিল জয়ের ভিত। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে জ্বলে ওঠা হয় নি তাঁর। তবে ফাইনালে সেটি পুষিয়ে দিলেন তিনি। ১২৯ রানের ম্যারাথন এক ইনিংস খেলেছেন আজ। পুরো আসরে শিবলি করেছেন ৩৭৮ রান। গড় স্কোর ৭৫.৬। এদিকে ফাইনাল সেরাও হয়েছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post