স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভারত-পাকিস্তান বৈরিতায় শঙ্কায় এশিয়া কাপ। আগামি আসরের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কিন্তুু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। বিপরীতে পাকিস্তানের হুঙ্কার এশিয়া কাপে ভারত না আসলে বিশ্বকাপেও যাবে না তারা। এর মধ্যে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি বিকল্প প্রস্তাবও দিয়েছ। হাইব্রীড মডেলের এশিয়া কাপ।
তবে ভারতীয় বোর্ড সেই প্রস্তাবেও সায় দেয়নি। এসিসি পড়েছে দোটানায়। কাউকেই এখনো বুঝাতে পারেনি দেশটি। এরই মধ্যে এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি এশিয়া কাপ আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশকে। আগামি সেপ্টেম্বরের শুরুতে এশিয়া কাপ শুরু হয়ে মাঝামাঝিত শেষ হ্ওয়ার কথা।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এসিসির প্রস্তাবে সায় দেয়নি। এই সময়ে বাংলাদেশে এশিয়া কাপ আয়োজন করা ‘কঠিন’ হবে, তাই ক্রিকেট বোর্ড এসিসিকে নিজেদের অস্বীকৃতির কথা জানায়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি গণমাধ্যমকে তা জানিয়েছেন।
এশিয়া কাপের সময়ে বাংলাদেশে বর্ষা মৌসুমে। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় দেশে। মূলত বৃষ্টির ভয়েই বিসিবি এশিয়া কাপ আয়োজনে রাজি হয়নি। এবারের আসর হবে ওয়ানডে ফরম্যাটে। লম্বা ফরম্যাটের টুর্নামেন্টটি বৃষ্টির বাঁধায় পড়তে পারে। টি-২০ ফরম্যাটে হলে বিসিবি সুযোগ নিতো।
বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছিলো জানিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘হাইব্রিড মডেল হলে পাকিস্তান ও আরব-আমিরাত। একটি ভেন্যু হলে বেশি সুযোগ শ্রীলঙ্কায়। বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হয়েছিলো। যেহেতু বৃষ্টি থাকবে আর ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। টি-২০ হলে একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমাদের ঐ সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদের প্রস্তাব দেওয়া হলে বলেছি এসময়ে খেলা সম্ভব না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post