নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে শেষ হলো সব জল্পনা-কল্পনা। এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ সম্মেলনে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গেল ৩ আগস্ট, বৃহস্পতিবার ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এরপরই নতুন অধিনায়ক খুঁজার মিশনে নামে বিসিবি। সাকিব আল হাসানের দিকেই বোর্ড বেশি ঝুঁকছে, সেটা এক প্রকার ওপেন সিক্রেট ছিল। তবে এরপরও অধিনায়কের নাম ঘোষণা করতে পারছিল না বিসিবি।
গেল ৮ আগস্ট, মঙ্গলবার অধিনায়কত্ব প্রসঙ্গে বিসিবি পরিচালনা পর্ষদ জরুরী বৈঠক করলেও ঘোষণা আসেনি। আরও সময় নেই বিসিবি। শেষ পর্যন্ত ১১ আগস্ট, শুক্রবার ওয়ানডে অধিনায়কের নাম জানাল বোর্ড।
অধিনায়ক ঘোষণার আগে সম্ভাব্য অধিনায়কদের সাথে কথা বলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসান ছাড়াও সেইসব সম্ভাব্য প্রার্থীরা হলেন, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে সাকিবকে অধিনায়ক চাওয়া বিসিবি শেষ পর্যন্ত এই তারকার দিকেই ঝুঁকেছে।
এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরকে সামনে রেখে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবকেই পছন্দ করলো বিসিবি। আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটে নেতৃত্ব দিয়ে আসছিলেন সাকিব। এবার ওয়ানডেতেও দায়িত্ব পাওয়ায়, তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বের ভার সাকিবের কাঁধে পড়লো।
অধিনায়ক প্রসঙ্গে পাপন বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপে দুটিতেই সাকিবকে অধিনায়ক করা হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post