স্পোর্টস ডেস্কঃ চলতি এশিয়া কাপে আর খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। ছিটকে গেছেন এই ব্যাটার। আজ (মঙ্গলবার) বিসিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল (৬ সেপ্টেম্বর) লাহোরে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে আফগানদের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়া শান্তকে ছাড়া খেলতে হবে টাইগারদের।
চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান শান্তর। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ছিটকে যাওয়ার প্রসঙ্গে বিসিবি চিকিৎসক বায়েজিদ ইসলাম বলেন, ‘শান্ত আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং চোটে পড়েন এবং ফিল্ডিং করতে পারেন নি। আমরা তার একটি এমআরআই স্ক্যান করিয়েছি, যেখানে মাসল টিয়ার ধরা পড়ে। ফলে টুর্নামেন্টের বাকি অংশে তাকে আর পাওয়া যাচ্ছে না। দেশে ফিরে সে বিশ্বকপের জন্য প্রস্তুতি নিবে।’
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন শানণ, করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তবে এর মধ্যেই আপাতত থামতে হচ্ছে এই রানমেশিনকে। ফিরে আসতে হচ্ছে দেশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post