স্পোর্টস ডেস্ক:: এশিয়াকাপে দুর্দান্ত করা লঙ্কান বোলার মাথিশা পাথিরানাকে সরাসরি চুক্তিতে দলে নিলো রংপুর রাইডার্স। বিপিএলের সাবেক চ্যাম্পিয়নরা এবার বেশ আগে থেকেই দল গুছাতে শুরু করে দিয়েছে।
পাকিস্তানের তারকা বাবর আজম থেকে শুরু করে সাকিব আল হাসানসহ তারকাদের দলে নিয়েছে ইতিমধ্যে। শিরোপার পুনরুদ্ধারের লক্ষ্যে বেশ শক্তিশালী দল গঠণ করতে যাচ্ছে দেশের বড় একটি শিল্প গোষ্ঠীর মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের এশিয়া কাপে পাথিরানা লঙ্কানদের হয়ে চার ম্যাচ খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের দুর্দান্ত খেলেছেন তিনি। এই পেসারের বলেই কাবু হয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
গ্রুপ পর্বের ম্যাচে সাকিবদের বিপক্ষে ডানহাতি এই পেসার শিকার করেন ৪টি উইকেট। খরচ করেন ৩২ রান। যে হারে শুরু হয় বাংলাদেশের এশিয়া কাপ। সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচেও লঙ্কানদের সেরা বোলার ছিলেন পাথিরানা। ৫৮ রানে শিকার করেন তিন উইকেট।
এবার লঙ্কান এই পেসার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলতে আসছেন রংপুর রাইডার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে এই পেসারকে দলে নিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০