এশিয়া কাপ-বিশ্বকাপে প্রবাসীদের দোয়া চাইলেন সাকিব

0
56

স্পোর্টস ডেস্ক:: সামনেই এশিয়া কাপ। এরপরেই বিশ্বকাপ। বৈশ্বিক দুই আসরে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দোয়া চেয়েছেন প্রবাসীদের কাছে। বাংলাদেশ যেনো প্রত্যাশা মতো পারফর্ম করে তার জন্য প্রবাসীদের সমর্থন জানান তিনি।

বাংলাদেশ অধিনায়ক সাকিব দুবাইয়ে একটি জুয়েলারি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে প্রবাসীদের কাছে দলের জন্য দোয়া চেয়েছেন। অনুষ্ঠানে সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও।

বাংলাদেশের দুই তারকাকে কাছে পেয়ে অনুষ্ঠানে আগত অতিথিদের উচ্ছ্বাসের কোনো কমতি ছিলো না। সাকিব ও আশরাফুলও সমর্থকদের প্রত্যাশা মিটিয়েছেন। ছবি তুলেছেন, অটোগ্রাফ দিয়েছেন।

অনুষ্ঠানে দলের জন্য দোয়া চেয়ে সাকিব বলেন, ‘আমরা সকলে মিলে একই কাজ করছি, সেটি হচ্ছে দেশকে এগিয়ে নেয়া। সামনে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ সেজন্য সকলে দোয়া করবেন যেন আমরা ভালো করতে পারি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here