স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপ নিয়ে টানা হেঁচড়া চলছে। পাকিস্তানে গিয়ে খেলতে চায় না ভারত, পাকিস্তানও নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে চায় না। ভারত তাই এশিয়া কাপ বাতিল করে ভিন্ন নামে টুর্নামেন্ট আয়োজন করতে চায়।
বিশ্বকাপের আগে এশিয়া কাপ হওয়ায় সেটা নিয়ে বিসিবি চিন্তিত। এশিয়া কাপ হলে বিশ্বকাপের ভালো একটা প্রস্তুুতি হয়ে যায়। তাছাড়া ভারতেই বিশ্বকাপ। কিন্তুুু বিসিসিআই বা আইসিসি এখনো বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি। মাস চারেক বাকী আছে বিশ্বকাপের।
গুঞ্জন আছে ভারত নিরপেক্ষ ভেন্যুতে হলে এশিয়া কাপ খেলতে পারে। পাকিস্তান যেহেতু আয়োজক নিরপেক্ষ ভেন্যু চাইলে তারা নির্ধারণ করতে পারে বা এসিসিও ভেন্যু নির্ধারণ করতে পারে। সেক্ষেত্রে আলোচনায় ছিলো বাংলাদেশও আয়োজন করতে পারে এশিয়া কাপ। কিন্তুু দুই ইভেন্ট বিসিবির নিয়ন্ত্রণের বাইরে।
এশিয়া কাপের নিয়ন্ত্রক এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিশ্বকাপের নিয়ন্ত্রক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তাই দুই ইভেন্টেই বিসিবির করার কিছু নেই। কেবল অংশ গ্রহণ ছাড়া। বিসিবির সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন সেটাই জানিয়েছেন। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিলেটে সংবাদ সম্মেলনে জানিয়ে ছিলেন, বিশ্বকাপের সূচি আগেই প্রকাশ করা হোক। তাতে দলগুলোর সুবিধা হবে এবং স্বজনপ্রীতির সুযোগ কম থাকবে। ক্রিকেট বোর্ডের সিইও চান বিশ্বকাপের ফিক্সশ্চার আগে দেওয়া হোক। সেক্ষেত্রে অংশগ্রণকারী দলগুলোর সুবিধা হবে।
এশিয়া কাপ নিয়ে নিজাম উদ্দীন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘এশিয়া কাপ পুরো বিষয়টাই দেখছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এখানে বিসিবির কথাবলার ক্ষমতা খুবই লিমিটেড। আমরা এশিয়া কাপের অন্যতম একটা অংশগ্রহণকারী দেশ। আমাদের অবস্থান এইটুকুই। এসিসি সিদ্ধান্ত নেবে, যেখানে সিদ্ধান্ত নেবে, আমরা সেখানেই অংশ গ্রহণ করবো।’
অক্টোবরে অনুষ্টিত হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, এটা আইসিসির ব্যাপার। আইসিসি বিষয়টা দেখছে। তাদের যে চ্যালেঞ্জগুলো, সেগুলো তারা মুখোমুখি হবে। এখানে আমাদের বলার বা ভূমিকা রাখার সুযোগ খুব কম। আমরা অংশগ্রহণকারীদের একজন। আমরা সেভাবেই প্রস্তুুতি নিচ্ছি। যেহেত এশিয়াতে বিশ্বকাপের মতো ইভেন্টটা হচ্ছে সেজন্য সূচিটা এখন দিতে পারলে ভালো হতো। আমাদের চেয়েও বেশি চ্যালেঞ্জ হবে অন্যান্য কন্ডিশন থেকে যারা আসে তাদের জন্য। আমরা আসলে এটা নিয়ে এখন চিন্তা করছি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০