স্পোর্টস ডেস্কঃ সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে বিশ্বকাপের উত্তাপ আর উত্তেজনা। এবার বিশ্বকাপের জন্য দল কবে দেওয়া হবে, সেই সম্পর্কে জানা গেল। আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসলেও, আইসিসির বরাত দ্বিযে ভিন্ন গণমাধ্যমের তথ্যমতে জানা গেছে চলতি আগস্ট মাসেই প্রাথমিক দল ঘোষণা করতে হবে।
নির্ধারিত সময়ের বাইরে আরও সময় বেড়েছে দল ঘোষণার জন্য। আগামী ২৯ আগস্টের মধ্যে প্রাথমিক দল দিতে হবে। এদিকে এশিয়া কাপ শুরু হবে ৩১ আগস্ট। এতে করে এশিয়া কাপ শুরুর আগেই বিশ্বকাপের প্রাথমিক দল দিয়ে দিতে হবে।
তবে প্রাথমিক দল থেকে পরিবর্তনের সুযোগ রয়েছে। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগ পর্যন্ত নিজেদের মতো করে দেশগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। এতে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো অনুমতি লাগবে না। তবে বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগের সময় শুরু হলে, স্কোয়াডে পরিবর্তন আনতে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হবে।
ইতিমধ্যেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। তবে সেই সূচিতে বেশ কিছু ম্যাচেই পরিবর্তন আসতে যাচ্ছে। ভারতের ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। এছাড়া আরও ২টি অতিরিক্ত শহরে হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে বিশ্বকাপের সাথে জড়িত থাকছে ১২টি শহর।
৪৬ দিনের বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মূল ১০টি স্টেডিয়ামে। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। বিশ্বকাপের মূল ম্যাচের শহর হলো, আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা, ধর্মশালা, হায়দ্রাবাদ, দিল্লী, চেন্নাই, লখনৌ, পুনে ও বেঙ্গালুরু। এর বাইরে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ হবে গুয়াহাটি এবং থিরুভনাথপুরে।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ৫ অক্টোবর যেখানে লড়বে গেল আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। এখানেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই, আরেক দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার লড়াইও হবে। এছাড়া ফাইনালও হবে ১ লাখেরও বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা