এশিয়া কাপ শেষ দিলশান মাদুশানকার

0
61

স্পোর্টস ডেস্কঃ হাইব্রিড মডেলের এশিয়া কাপে খেলা হচ্ছে না দিলশান মাদুশানকার। শ্রীলঙ্কার এই পেসার চোটের কারণে টুর্নামেন্ট মিস করবেন বলে জানানো হয়েছে। আসর মাঠে গড়ানোর আগে তাঁর চোটের খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

এর আগে পুরো এশিয়া কাপ থেকে ছিটকে যান আরেক লঙ্কান পেসার দুশমন্থ চামিরা। লাহিরু কুমারাকেও পাওয়া নিয়েও শঙ্কায় আছে শ্রীলঙ্কা। আর লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার খেলার সম্ভাবনাও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। ঊরুর চোটের সঙ্গে লড়ছেন তিনি।

চামিরা-মাদুশানকা ছিটকে যাওয়ায় এশিয়া কাপে কাসুন রাজিথা, প্রামোদ মাদুশান ও মাথিশা পাথিরানার ওপর নির্ভর করতে হবে শ্রীলঙ্কার। এদিকে হাসারাঙ্গার বদলি হিসেবে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগেকে দলে নিতে পারে লঙ্কানরা। লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমান্থাকেও বিবেচনায় আছেন।

এদিকে সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়ে চোটে পড়েন হাসারাঙ্গা। বি-লাভ ক্যান্ডির হয়ে খেলতে গিয়ে পাওয়া চোটে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন ডানহাতি এই ক্রিকেটার।

ঘরের মাঠে আগামী ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। ছিটকে যাওয়া চামিরার বদলি হিসেবে ইতোমধ্যে পেসার নুয়ান থুসারাকে দলে নিয়েছে এশিয়া কাপের আংশিক স্বাগতিকরা। ২৮ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত মাত্র ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here