স্পোর্টস ডেস্কঃ চলতি এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। যা বড় একটি ধাক্কা পাকিস্তানের জন্য। আগামীকাল বুধবার কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত সেমিফাইনালে। নাসিমের জায়গায় এই ম্যাচের জন্য ডাকা হয়েছে আরেক পেস বোলার জামান খানকে।
ইতোমধ্যে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন জামান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হতে অনুশীলনও করেছেন ২২ বছর বয়সি এই পেসার। পাকিস্তানের জার্সিতে এখনও ওয়ানডে না খেললেও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এই বোলারের। বুধবারই ওয়ানডে জার্সি গায়ে দেখা যেতে পারে তাঁর।
সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে খেলার সময় কাঁধে আঘাত পেয়েছিলেন নাসিম। সেই চোটের কারণেই আগামী কয়েক দিন মাঠে নামতে পারবেন না তিনি। তবে তার চোট খুব বেশি গুরুত্বর নয়। কিন্তু সামনে বিশ্বকাপ থাকায় এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে পিসিবি জানিয়েছে, ‘নাসিম এখনও মেডিকেল দলের তত্ত্বাবধানে আছে।’
এদিকে চোট শঙ্কা আছে আরেক পাকিস্তানি বোলার হারিস রউফেরও। এবারের আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচে বোলিং করে ৯ উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সি এই পেসার। পাঁজরের মাংস পেশিতে অস্বস্তিবোধ করা হারিসের ব্যাকআপ হিসেবে ডেকে পাঠানো হয়েছে শাহনেওয়াজ দাহানিকে। জানা গেছে হারিস কোনো কারণে ছিটকে গেলে তিনি যোগ দেবেন মূল স্কোয়াডে।
Discussion about this post