স্পোর্টস ডেস্ক:: আমেরিকায় যাওয়ার আগে এশিয়া সফরে এলেন লিওনেল মেসি। ফিফা উইন্ডোতে দু’টি প্রতি ম্যাচ খেলতে এশিয়ায় এসেছে আর্জেন্টিনা। প্রথম প্রীতি ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে চীনে অনুষ্টিত হবে।
১৫ জুন ওই প্রীতি ম্যাচ খেলতে শনিবার সকালে চীনে পৌঁছান মেসি। এসময় তার সঙ্গে ছিলেন ডি মারিয়া, রদ্রিগো, পারেদেস, মোলিনা ও এনজো ফার্নান্দেস। আর্জেন্টিনা দল কয়েকটি ভাগে ভাগ হয়ে চীনে আসছে।
সঙ্গীদের নিয়ে প্রাইভেট বিমানে চড়ে মেসি চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান। এসময় বিমান বন্দরের বাইরে হাজারো সমর্থক অপেক্ষা করছিলেন তাকে এক নজর দেখার জন্য। তবে বিমানবন্দর থেকে বেরিয়েই টিম বাসে উঠে সোজা হোটেলে চলে যান বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
কয়েক দফায় এরই মধ্যে আর্জেন্টিনা দলের বেশির ভাগ সদস্যই চীনে পৌঁছে গেছেন। বাকী আছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। দু’জনেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামবেন রাতে। এরপরই তারাও যোগ দেবেন দলের সঙ্গে।
বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এরপর ১৯ জুন দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে জাকার্তায়। প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post