স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ ফুটবলের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। ২৪ দল থেকে ১৬টি দল উঠেছে শেষ ১৬’তে। আগামিকাল থেকে মাঠে গড়াবে শেষ ১৬’র লড়াই। ২০, ২১ এবং ২২ জানুয়ারি তিন দিনে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ।
২০ জানুয়ারি মাঠে গড়াবে তিনটি ম্যাচ। মুখোমুখি হবে:
প্রথম ম্যাচ: জর্ডান ও ভিয়েতনাম।
দ্বিতীয় ম্যাচ: থাইল্যান্ড ও চীন।
তৃতীয় ম্যাচ: ইরান ও ওমান।
২১ জানুয়ারি মাঠে গড়াবে তিনটি ম্যাচ। মুখোমুখি হবে:
প্রথম ম্যাচ: জাপান ও সৌদি আরব।
দ্বিতীয় ম্যাচ: অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান এবং
তৃতীয় ম্যাচ: স্বাগতিক আরব আমিরাত ও কিরগিজস্থান।
রাউন্ড অফ সিক্সটিনের শেষ দিনে তথা ২২ জানুয়ারি মাঠে গড়াবে দুটি ম্যাচ। মুখোমুখি হবে:
প্রথম ম্যাচ: দক্ষিণ কোরিয়া ও বাহরাইন এবং
দ্বিতীয় ম্যাচ: কাতার ও ইরাক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১০৪