স্পোর্টস ডেস্কঃ চীনের হাংজোতে আগামী বছর মাঠে গড়াবে এশিয়ান গেমস। আগামী বছরের ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। মূলত এই আসর এ বছর ১০ থেকে ২৫ সেপ্টেম্বর সময়ে হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে স্থগিত হয়ে যায় সে সময়।
এদিকে করোনার কারণে চীন আয়োজন করবে না ২০২৩ এশিয়ান কাপ ফুটবল। করোনার কারণ দেখিয়ে আয়োজক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে দিয়েছিল দেশটি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বছর ১৬ জুন থেকে এশিয়ান কাপের আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, চীনেই হবে এবারের আসর।
এশিয়ান গেমসের নতুন আসর মাঠে গড়ানোর খবর মঙ্গলবার ওয়েবসাইটে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।