নিজস্ব প্রতিবেদক: এএফসি লেভেল -২ বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে এখন ভুটান গেছে করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
ঘড়ের মাঠে ১০ সেপ্টেম্বরের ম্যাচে গোলশূন্য ড্র করে অধিনায়ক রানার দল। অবশ্যে সে ম্যাচে ছিলেন না অবসরে যাওয়া এমিলি, মামুনুল। অবসরে ভেঙে দুইজনই অাবার জাতীয় দলে ফিরেছেন দু’জনই।
ফিটনেসের কারণ দেখিয়ে দলে অন্তভুর্ক্ত করা হয়নি, বিগত তিন বছর ধরে জাতীয় দলের সেরা পারর্ফমার জামাল হারিস ভূঁইয়াকে।
ভুটানে আগামী ১০ অক্টোবরের ম্যাচে জিততে না পারলে আগামী কয়েক বছরের জন্য আর্ন্তজাতিক ফুটবলের বাইরে থাকবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪