স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ডে শুরু হচ্ছে এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট। আগামি ২৭ নভেম্বর থাইল্যান্ডে নারীদের এই টি-২০ টুর্ণামেনন্টির পর্দা উঠবে। এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২২ অক্টোবর শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নারী দল ঘোষণা করে।
১৫ সদস্যের মেয়েদের স্কোয়াডে আছেন- জাহানারা আলম (অধি), রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কোবরা, রিতু মনি, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস, শারমিন সুলতানা, শোভানা মোসতারি ও সালমা খাতুন।
আর স্ট্যান্ডবাই আছেন- সানজিদা ইসলাম, লতা মণ্ডল, শায়লা শারমিন, মোর্শেদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০