এশিয়া কাপের আগেই অধিনায়কত্বে পরিবর্তন, সরছেন মাহমুদউল্লাহ!

0
27

স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপে মাঠে নামতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপও হবে টি-২০ ফরম্যাটের। আগামি ২৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ। ১১ সেপ্টেম্বর এশিয়ার চ্যাম্পিয়ন দল নির্বাচন করে পর্দা নামার কথা এবারের আসরের।

বাংলাদেশ টি-২০ দলের পারফরম্যান্সে ‘হতাশ’ সমর্থক থেকে শুরু করে বোর্ড কর্তারাও। তাই টি-২০ অধিনায়ক পরিবর্তন নিয়ে চলছে জোর আলোচনা। বর্তমান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজেই সরে যান, সেটাই চায় বোর্ড। আর তা না হলে তাঁকে বোর্ডের পক্ষ থেকেও সরিয়ে দেওয়া হতে হবে। টি-২০ বিশ্বকাপের আগেই তাই দ্রুত সিদ্ধান্ত নিতে চায় বিসিবি। সেজন্য এশিয়া কাপেই দেখা যেতে পারে নতুন অধিনায়ককে। আর না হলে রিয়াদই থাকবেন শেষ পর্যন্ত। থবে তার থাকার সম্ভাবনা খুবই কম।

টানা ব্যর্থতার পর তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের পারফরম্যান্স ভাবিয়ে তুলেছে বোর্ডের শীর্ষ কর্তাদের। রিয়াদের নেতৃত্বেই গত টি-২০ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেই যে হারের শুরু হয়েছিলো, সেই গ্লানি এখনো টানছে টাইগাররা। একের পর এক সিরিজ হারছে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে। যদি বৃষ্টি প্রথম ম্যাচটি পণ্ড করে না দিতো, তবে যতটুকু খেলা হয়েছে, তাতে নি:সন্দেহে বলা যায় বাংলাদেশই হারতো।

একেতো দলের পারফর্ম নেই, সেই সঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ফর্মে নেই। নেতা সামন থেকে নেতৃত্ব দিতে পারছেন না ব্যাট হাতে। ব্যাটার রিয়াদের যেমন তেমন কোনো ভূমিকা নেই, অধিনায়ক রিয়াদও টিক তাই। মাঠে একের পর এক বাজে সিদ্ধান্ত নিচ্ছেন, রিভিউ নষ্ট করছেন। সব কিছু ছাপিয়ে তার ক্যাচ মিসও হচ্ছে।

দলের জন্য রীতিমতো বোঝা হয়ে গেছেন অধিনায়ক রিয়াদ। হোক নেতৃত্বের কারণে, বা বয়সের কারণে ব্যাটার রিয়াদেরও দেখা মিলছে না। সাইলেন্ড কিলার হয়ে যাওয়া রিয়াদ প্রতিপক্ষের জন্য কিলার হয়ে উঠতে পারছেন না বেশ কয়েকটা সিরিজ থেকে। ক্ষুব্ধ বোর্ড তাই টি-২০ অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ারই পরিকলল্পনা করছে।

সামনেই জিম্বাবুয়ে সফর। এই সফরই অধিনায়ক রিয়াদের ‘অগ্নি পরীক্ষা’ হবে। স্বাগতিকদের সঙ্গে টি-২০ সিরিজের ফলাফলেই নির্ধারণ হয়ে যাবে তার নেতৃত্ব এবং টি-২০ ক্যারিয়ার। আপাতত বিসিবি তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চাচ্ছে। জিম্বাবুয়ে সিরিজের পরই সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। আবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের আগেই বোর্ডের সিদ্ধান্ত আসতে পারে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here