এশিয়া কাপে ভারতের কোচ লক্ষ্মণ

0
81

স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপেও ভারত দলের কোচের দায়িত্বে থাকছেন না রাহুল দ্রাবিড়। ভারতীয ক্রিকেট বোর্ড বিসিসিআই এশিয়া কাপের জন্য কোচের দায়িত্ব দিয়েছে ভিভিএস লক্ষ্মণকে। ভারপ্রাপ্ত এই কোচ দিয়েই এশিয়া কাপে খেলবেন বিরাট কোহলিরা।

বিসিসিআই বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। আগামি ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া। শেষ হবে ১১ সেপ্টেম্বর। ভারতের গ্রুপে পড়েছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। বাছাই পর্ব পেরিয়ে আসে আরেকটি দল খেলবে তাদের গ্রুপে।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে ভারতের কোচ রাহুল দ্রাবিড় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বিশ্রামে ছিলেন। ভারপ্রাপ্ত কোচ ভিভিএস লক্ষ্মণ দায়িত্ব পালন করেছেন। বিসিসিআই এশিয়া কাপেও লক্ষ্মণের উপর ভরসা রাখছে। টি-২০ বিশ্বকাপে অবশ্য দ্রাবিড়ই থাকবে কোচের দায়িত্বে।

তবে এশিয়া কাপ চলাকালে দ্রাবিড়ের করোনা রিপোর্ট নেগেটিভ আসলে তিনি দুবাইয়ে যাবেন। দলের সঙ্গে থাকবেন। তবে টুর্নামেন্টটিতে কোচের দায়িত্ব পালন করবেন লক্ষ্মণই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here