স্পোর্টস ডেস্কঃ ২০১৩ সালে সবশেষ দ্বীপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত ও পাকিস্তান। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেবার ভারতে গিয়েছিল পাকিস্তান। তবে এরপর ৮ বছরের বেশি সময় ধরে নেই কোনো সিরিজ দুই দলের। বৈশ্বিক আসর কিংবা এশিয়া কাপের মতো আঞ্চলিক আসর ছাড়া ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার কোনো সম্ভাবনাই নেই এখন।
সবশেষ গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দলের দেখায় জিতেছে পাকিস্তান। এই ম্যাচ গড়েছে রেকর্ডও। সর্বোচ্চ সংখ্যক টেলিভিশনে উপভোগ করেছে দুই দলের লড়াই। কিন্তু এখানেই শেষ। এরপর আর কোনো বৈশ্বিক আসর কিংবা এশিয়া কাপ ছাড়া আর কবে দেখা যাবে দুই দলকে একসাথে, সেটা জানা নেই কারোরই।
দুই দেশের রাজনৈতিক বিদ্বেষই যেখানে মূল কারণ। যার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নিজেদের মধ্যে সমঝোতা করে আয়োজন করতে পারছে না সিরিজের। অথচ ক্রিকেটে বিশ্বের সবচেয়ে আকাঙ্খিত দ্বৈরথ হলো ভারত-পাকিস্তান ম্যাচ।
সবশেষ পিসিবি চেয়ারম্যান উদ্যোগ নিয়েছিল যদি দ্বীপাক্ষিক সিরিজ সম্ভব না হয়, তাহলে প্রতি বছর চারদেশীয় সিরিজ আয়োজন করার কথা জানিয়েছিল। যেখানে ভারত, পাকিস্তান ছাড়াও ক্রিকেট বিশ্বের আরও দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার থাকার কথা ছিল। তবে আইসিসিতে সেই প্রস্তাব গৃহীত হয়নি।
যার ফলে ভারত ও পাকিস্তানের আকাঙ্খিত লড়াই দেখার সহজ কোনো সমাধান নেই। এসবের মাঝেই অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবারও মুখোমুখি হতে যাচ্ছে। শ্রীলঙ্কায় হতে যাওয়া আসন্ন এশিয়া কাপে দেখা যাবে দুই দলের লড়াই। আর সম্ভাব্য সূচিও নির্ধারণ করা হয়ে গেছে।
সব ঠিক থাকলে টি-টোয়েন্টি ফরম্যাটে আগামী ২৭ আগস্ট থেকে লঙ্কাদ্বীপে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আর যেটি কিনা শেষ হবে ১১ সেপ্টেম্বর। আর এই আসরে নিশ্চিতভাবে ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াই দেখা যাবে। এশিয়া কাপ যেদিন শুরু হবে, এর পরদিনই ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে। অর্থাৎ ২৮ আগস্ট, রোববার দেখা মিলবে তাদের লড়াই। সূচি চূড়ান্ত করার পরই সবকিছু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা