এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তান

0
56

স্পোর্টস ডেস্ক:: এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ফিক্সচার প্রকাশ করেছে। ২৭ আগস্ট শুরু হওয়া এশিয়া কাপ শেষ হবে ১১ সেপ্টেম্বর।

বাংলাদেশ গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপ ‘বি’তে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে শারজাতে। ১ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ধুবাইয়ে।

ছয় দলের এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে রয়েছে পাকিস্তান, ভারত ও বাছাই পর্বে পেরিয়ে আসা একটি দল। দুই গ্রুপের লড়াই শেষে সেরা চার দল নিয়ে অনুষ্টিত হবে সুপার ফোর। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে সুপার ফোরে।

সুপার ফোরে চার দলের প্রত্যেকে সবার বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেরা দুই দল অংশ নেবে ফাইনালে। আগামি টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here