এশিয়া কাপ জিতবে ভারতঃ শেন ওয়াটসন

0
41

স্পোর্টস ডেস্কঃ সামনেই এশিয়া কাপ। একেবারে ঘনিয়ে এসেছে আসর। দিন দুয়েক পর আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্ট। এবারের আসরে শিরোপা কার হাতে ওঠবে, সেই নিয়ে চলছে জল্পনা-কল্পনা। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া টুর্নামেন্টের শিরোপা জয় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা।

সেই তালিকায় এবার নাম লিখিয়েছেন এক সময়ের তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার শিরোপা বাজিতে ভারতকেই এগিয়ে রাখছেন। জানিয়েছেন ভারত ও পাকিস্তানের ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে। এই ম্যাচটি যারা জিতবে, তাদেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে সব বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখছেন তিনি।

ওয়াটসন বলেন, ‘আমি মনে করি জিতবে ভারত। তারা খুবই শক্তিশালী এবং পরিস্থিতি অনুযায়ী সহজেই তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। তবে তাদের প্রথম ম্যাচটি (ভারত-পাকিস্তান) বিশেষ হতে চলেছে। কারণ, পাকিস্তানও এখন আত্মবিশ্বাসী যে তারা এই ভারতীয় দলকে হারাতে পারে। আমার মতে যারা এই ম্যাচ জিতবে, তারা এশিয়া কাপে জিতবে। আমার মনে হচ্ছে ভারত (জিতবে)!’

শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আর এর পরদিনই ২৮ আগস্ট, রোববার মুখোমুখি লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here