এসএনপিস্পোর্টসে সংবাদ প্রকাশ: মৌলভীবাজারে পুরস্কৃত হলো অনুর্ধ্ব-১৭ দলের ক্রিকেটার রুহেল

0
71

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দলে সিলেট বিভাগ থেকে প্রতিনিধিত্ব করা একমাত্র ক্রিকেটার রুহেল আহমদকে পুরস্কৃত করেছে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজার ইউকে শাখা।

মৌলভীবাজার শ্রীমঙ্গলের এই তরুণ পেসার রুহেল আহমদ সিলেট বিভাগ থেকে সুযোগ পেয়েছেন বিসিবির জাতীয় বয়স ভিত্তিক এই দলে। প্রাথমিক দলে সুযোগ পাওয়ার পর তাকে নিয়ে এসএনপিস্পোর্টস২৪ডটকম সংবাদ প্রকাশের পর বিষয়টি নজড়ে আসে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজার, ইউকে শাখার নেতৃবৃন্দের।

এরপর ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজার ইউকে (সিপিএএম ইউকে) নেতৃবৃন্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মৌলভীবাজার জেলা কোচ রাসেল আহমদের মাধ্যমে রুহেলের হাতে নগদ ৫৫ হাজার ৫০০ টাকা পুরস্কার প্রদান করেন।

এছাড়াও সাবেক ক্রিকেটার ইউকে প্রবাসী সাব্বির আহমদ বোলিংয়ের জন্য রুহেলকে উন্নত মানের বিদেশী দুই জোড়া স্পাইক কেডস দেন। সিপিএএম নেতৃবৃন্দ রুহেলের অনুশীলনের যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন।

বিসিবির মৌলভীবাজার জেলা কোচ রাসেল আহমদ এসএনপিস্পোর্টসকে বুধবা রাতে বলেন, রুহেলকে নিয়ে এসএনপিস্পোর্টসে সংবাদ প্রকাশের পর বিষয়টি সবার নজড়ে আসে। এরপর আমি আমাদের ইউকের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তারা রুহেলকে পুরস্কৃত করেন এবং তার অনুশীলনের সম্পূর্ণ খরচ বহনের ঘোষণা দেন।

বুধবারই রুহেলের হাতে সিপিএএম নেতৃবৃন্দ পুরস্কারের অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিসিবির জেলা কোচ রাসেল আহমদ, নাহিদ হোসেন, মাহবুব ইজদানি ইমরান, মিলন দাস, তাপস পাল, পঙ্কজ দত্ত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here