এসএ টোয়েন্টির উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন

0
46

স্পোর্টস ডেস্কঃ এসএ২০’র উদ্বোধনী আসরের ফাইনাল জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে উল্লাসে মাতে এইডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স।

জোহান্সবার্গে অ্যাডাম রসিংটনের হাফ সেঞ্চুরিতে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে সানরাইজার্স। আগে ব্যাট করে ১৩৫ রানে অলআউট হয়ে যায় রাইলি রুশো-কলিন ইনগ্রামদের প্রিটোরিয়া। রান তাড়া করতে নেমে ১১ রানে প্রথম উইকেট হারায় সানরাইজার্স। এরপরে অবশ্য জর্দান হার্মান ও রসিংটনের জুটিতে স্কোর এগিয়ে নিয়ে যায় দলটি। মার্করাম ১৯ বলে ২৬ রান করেন। ২ চার ও ১ ছক্কা ছিল তাঁর ইনিংসে।

ওপেনার রসিংটন ফিফটি স্পর্শ করেন স্রেফ ২০ বলে। শেষ পর্যন্ত তিনি ৩০ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৫ ছক্কা ও ৪ চার হাঁকান তিনি। হার্মান ১৭ বলে ২২ রান করেন। ৫ চারে তাঁর ইনিংসটি সাজানো ছিল। শেষদিকে দলকে জয় এনে দেন মার্ক জানসেন।

এর আগে ব্যাটিং করতে নেমে ১৯ ওভার ৩ বল খেলে ১৩৫ রান তুলে অলআউট হয় ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। ১৯ রান করে এসেছে রুশো ও জিমি নিশামের ব্যাট থেকে। ইনগ্রাম ২৫ বল খেলে করেন মাত্র ১৭ রান। সানরাইজার্সের হয়ে ৩১ রানে ৪ উইকেট শিকার করেছেন রোয়েলফ ফন ডার মারউই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here