স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ আয়োজন হবে আরব আমিরাতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এবারের আসর আয়োজন হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় কারণে সেখানে বৈশ্বিক আসর আয়োজন করা খুব একটা নিরাপদ হবে না।
সূচি অনুযায়ী আগস্টের ২৭ তারিখ পর্দা ওঠবে এশিয়া কাপের। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এতদিন আশাবাদী ছিল এশিয়া কাপ টুর্নামেন্ট আয়োজন নিয়ে। তবে শেষ মূহুর্তে সেটি মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হয়েছে। শ্রীলঙ্কাই থাকবে আয়োজক। টুর্নামেন্ট শুরু হবে ২৭ আগস্ট। এসিসি ২২ জুলাই পূর্ণ সূচি ঘোষণা করবে।
এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা তিন আসর এশিয়া কাপের আয়োজন করেছিল বাংলাদেশ। এবারের আসর আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবু ধাবি ও শারজাহতে আয়োজিত হতে পারে। ২৭ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্ট চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাছাই উতরে যাওয়া একটি দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০