এসিসি জানালো- এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা, তবে…

0
32

স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপ নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো এশিয়ান ক্রিকেট ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বুধবার রাতে সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে, এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কাই। তবে লঙ্কান বোর্ড এসএলসি নিজেদের দেশে খেলা আয়োজন করবে না।

এসএলসি তাদের তত্ত্বাবধানে এশিয়া কাপ আয়োজন করবে। তবে খেলা হবে সংযুক্ত আরব-আমিরাতে। এশিয়া কাপের আয়োজকের যা যা পাওয়ার, তার সব কিছুই পাবে শ্রীলঙ্কা। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের কারণে এসএলসি নিজেদের মাঠে ম্যাচ আয়োজন করতে পারছে না।

শ্রীলঙ্কা সব রকমের চেষ্টাই করছিলো নিজেদের মাঠে ম্যাচ রাখার। তবে তাদের আবেদনে এসিসি এসএলসিকেই রাখছে আয়োজকের দায়িত্বে। লঙ্কান বোর্ড এশিয়া কাপ টি-২০ আয়োজন করবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব-আমিরাতে। এসিসি বুধবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সর্বসম্মতি ক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামি এশিয়া কাপ অনুষ্টিত হবে ২৭ আস্ট থেকে। ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপ টি-২০’র আসর। এরপরই এশিয়ার দেশগুলো ব্যস্ত হয়ে পড়বে টি-২০ বিশ্বকাপে।

২০১৮ সালের পর আবারো সংযুক্ত আরব-আমিরাতে আয়োজন হচ্ছে এশিয়া কাপ। এশিয়ার ক্রিকেটীয় বন্ধু দেশ সংযুক্ত আরব-আমিরাত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বার আয়োজন করছে টুর্নামেন্টটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here