এসি মিলানে আরও এক বছর ইব্রাহিমোভিচ

0
33

স্পোর্টস ডেস্কঃ বয়সটা ৪০’র কোটা পার হয়েছে। কিছুদিন পরেই ৪১’এ পা দেবেন। তবে এখনও খেলে যাচ্ছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফুটবলে নিয়মিত নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন এই সুইডিশ তারকা। বেশ দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন ইউরোপ তথা বিশ্বের অন্যতম শীর্ষ লিগ সিরি আ’র দল এসি মিলানের।

২২ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে ইব্রাহিমোভিচ খেলেছেন বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলানসহ বিশ্বের নামি-দামি সব ক্লাবে। তবে একটি ক্লাবই সবচেয়ে বেশ টানে এই ফরোয়ার্ডকে। আর সেটা এসি মিলান।

২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্লাবটিতে প্রথম দফা কাটান ইব্রা। এরপর ফের যোগ দেন ২০২০ সালে। ২০২১-২২ মৌসুমে ক্লাবটিকে অনেক দিন পর আবার চ্যাম্পিয়ন করান সিরি আ’তে। চোটের কারণে খুব বেশি খেলা হয়নি ইব্রাহিমোভিচের, তবে ঠিকই দলকে সমর্থন দিয়েছেন ভিন্নভাবে। তবে মৌসুম শেষেই শেষ হয়ে গেছে এসি মিলানের সাথে ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ।

ইব্রাহিমোভিচ পূর্বে ইচ্ছা প্রকাশ করেছিলেন, ক্যারিয়ারের শেষ সময় পর্যন্ত মিলানেই কাটাতে চান তিনি। ক্যারিয়ারে আর যতদিন ফুটবল খেলে যাবেন, ততদিন নিজের প্রিয় ক্লাবেই খেলে যেতে চান। ইব্রার এই ক্লাব থেকে অবসরের ইচ্ছা পূরণ হবে কিনা, সময়ই বলে দিবে সেটা। তবে আপাতত এসি মিলানের সাথে আরও এক মৌসুম বাড়ছে ইব্রাহিমোভিচের সাথে চুক্তির মেয়াদ।

সোমবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসি মিলান। ২০২৩ সালের জুন পর্যন্ত এসি মিলানেই থাকছেন ইব্রাহিমোভিচ। যদিও, চলতি বছরে আর মাঠে নামা হচ্ছে না। কেননা হাঁটুর অস্ত্রোপচারের কারণে ৮ মাস মাঠের বাইরে অবস্থান করছেন তিনি।

ক্লাবের পক্ষ থেকে চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও, গুঞ্জন রয়েছে আগের থেকে বেতন কমিয়েছেন ইব্রা। আর তাই এই ফরোয়ার্ডকে রেখে দিয়েছে ক্লাবটি। মৌসুমের প্রায় অর্ধেক সময় সার্ভিস দিতে পারবেন না দলকে। তাই বেতন কমাতে সম্মত হয়েছেন এই তারকা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here