স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। রোববার দিল্লিতে আগে ব্যাট করে ২৮৪ রান করে তারা। রান তাড়া করতে নেমে ২১৫ রানে অলআউট হয় ২০১৯ বিশ্বকাপজয়ীরা। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন আফগান ক্রিকেটার মুজিব উর রহমান। যিনি ম্যাচ সেরার পুরষ্কার দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উৎসর্গ করেছেন।
এদিকে আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খানও জানালেন, ইংল্যান্ড বধ আফগান মানুষের মুখে কিছুটা হলেও হাসি এনে দিবে। ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে রশিদ বলেছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে জয়টা অনেক বড়। দেশের মানুষ নিশ্চয়ই গর্বিত। কিছুদিন আগে হেরাতে ভূমিকম্প হয়েছে, যেখানে অনেক মানুষ মারা গেছেন। ৩ হাজারের বেশি। প্রায় ২ হাজার মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এই জয় হয়তো তাঁদের মুখে একটু হলেও হাসি ফোটাবে। কষ্টের দিনগুলো ভুলতে সাহায্য করবে।’
রশিদ আরও বলেছেন, ‘দেশে বড় উদ্যাপনই হবে। আমরা তো এমন জয় খুব বেশি পাইনি। আর উদ্যাপন করার মতো পরিস্থিতিতেও নেই আফগানিস্তানের মানুষ। ক্রিকেট তাঁদের অনেক সুখের উৎস। আমরা অনেক ম্যাচ হেরেছি, তবু তাঁদের কাছ থেকে যতটা সমর্থন পাই…আমরা এই পর্যায়ে (বিশ্বকাপ) খেলতে পারায়ও তাঁরা রোমাঞ্চিত।’
সম্প্রতি আফগানিস্তানের হেরাত শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটে। বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার দেশের মানুষকে উৎসর্গ করেছেন মুজিব। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এই পুরস্কার (ম্যাচ সেরার পুরস্কার) দেশের মানুষকে উৎসর্গ করছি, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এমন কিছু যা দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমি করতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post