স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ‘এ’ দলের ব্যস্ততা ফের শুরু হতে যাচ্ছে। আগামী জুনে ‘এ’ দলের সিরিজ থাকবে। আর সেই সিরিজে প্রতিপক্ষ হতে পারে উইন্ডিজ ‘এ’ দল। ক্যারিবিয়ানদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে জুনে।
সেই সিরিজের কোচিং প্যানেলে স্থানীয়দের রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে কোচিং প্যানেলে থাকছেন দুই দেশীয় কোচ রাজিন সালেহ ও আফতাব আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘রাজিন ও আফতাবকে নিয়ে আমরা খুশি। তাঁরা ‘এ’ দলে কাজ করুক।’
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাজ করছেন রাজিন ও আফতাব। এর মধ্যে সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ হিসেবে আছেন রাজিন সালেহ। অপরদিকে আফতাব কাজ করছেন রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে। দেশের দুই সাবেক তারকার এর আগে ঘরোয়া, জাতীয় দল ও অন্যান্য বিভাগে কাজ করার অভিজ্ঞতা আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা