স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানকে লজ্জাজনক এক হার উপহার দিয়েছে আফগানিস্তান। গত রাতে ৮ উইকেটের এই জয় বাবর আজমদের বিপক্ষে আফগানদের প্রথম জয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কখনই পাকিস্তানকে হারাতে পারেনি তারা। তবে বিশ্বকাপের মঞ্চে এসে তারা বাবর আজমদের হারিয়ে প্রথমবার পাক বধের স্বাদ পেয়েছে।
ঐতিহাসিক এই জয়ের পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত তাদের অভিজ্ঞ তারকা মোহাম্মদ নবি। ম্যাচ শেষে কথা বলতে এসে তিনি বলেন, ‘পুরো আফগানিস্তানের জন্য (পাকিস্তানের বিপক্ষে জয়) বড় মুহূর্ত। আমরা পাকিস্তানের বিরুদ্ধে আটটি ম্যাচ খেলেছি। এর মধ্যে একমাত্র জয়টি বড় ইভেন্টে। এটি একটি সুন্দর মুহূর্ত। আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, এখন পাকিস্তানকে। দল এখন আত্মবিশ্বাসী।’
নবি আরও বলেন, ‘বড় ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জেতার জন্য এবং এমন একটি মুহূর্তের জন্য আমরা ১০-১২ বছর ধরে অপেক্ষা করছিলাম। গত তিন মাস ধরে আমরা খুব কঠোর পরিশ্রম করেছি, আজ একটি সুন্দর মুহূর্ত পেয়েছি।… এই জয়টা অনেক দিন ধরে আসি আসি করছিল, (এই দুই দল) প্রথমবার ২০১২ সালে, তারপর এশিয়া কাপ ও ২০১৯ বিশ্বকাপে খেলেছি। পাকিস্তানের বিপক্ষে অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়েছে।’
Discussion about this post