স্পোর্টস ডেস্ক:: দারুণ এক জয়। প্রতিশোধের ম্যাচে করিম বেনজেমা-কিলিয়ান এমবাপেদের ফ্রান্সকে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। সোমবার রাতের ম্যাচে ফরাসিদের ১-০ গোলে হারিয়েছে লুকা মদ্রিচের দল।
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে এই ফ্রান্সের কাছেই হেরেছিলো ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচদের সেদিনের কান্না দেখেছিলো ফুটবল বিশ্ব। এবার সুযোগ পেয়ে সেই হারের প্রতিশোধ নিলো ক্রোয়াটরা। উয়েফা নেশন্স লিগে সোমবার তাদের বিপক্ষে শত চেষ্টা করেও হার এড়াতে পারেনি এমবাপের দল।
ম্যাচের শুরুতেই পাওয়া লিড শেষ পর্যন্ত ধরে রেখেছে ক্রোয়াটরা। প্রথমার্ধের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়া ফ্রান্স বিরতির আগ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটেই পেনাল্টি থেকে করা লুকা মদ্রিচের গোলে লিড নেয় ক্রোয়াটরা। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে করিম বেনজেমা-এমবাপেরা একের পর এক আক্রমণ করতে থাকেন। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তারা ক্রোয়েশিয়ানদের রক্ষণে চিড় ধরাতে পারেনি। বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধে যেনো অবিচল থাকলো ক্রোয়েশিয়ানরা। আগলে রাখলো নিজেদের রক্ষণ ভাগকে।
ফরাসিদের একের পর এক আক্রমণ সামলিয়ে পাল্টা জবাবও দিয়েছেন মদ্রিচরা। দুর্দান্ত খেলে ফরাসিদের বিপক্ষে তুলে নিয়েছে নিজেদের প্রথম ঐতিহাসিক জয়। উয়েফা নেশন্স কাপের এই ম্যাচ দিয়েই ফ্রান্সের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেলো ক্রোয়াটরা। বিশ্বকাপের ফাইনাল হারের ব্যাথা কিছুটা হলেও কমলো দলটির।
রাশিয়া বিশ্বকাপে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে দারুণ খেলা উপহার দেয় ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচরা দারুণ ফুটবল শৈলি উপহার দিয়ে নিশ্চিত করেন ফাইনাল। বিশ্বকাপের বড় মঞ্চে গিয়ে হতাশায় পুড়তে হয় ক্রোয়াটরা। সেদিন তাদেরকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় ফ্রান্স। এবার প্রথম জয়ের স্বাদে সেই হারের ক্ষত কিছুটা হলেও ভুলবেন ক্রোয়াটরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০