ঐতিহাসিক ম্যাচ জয়ে লিড নিলো ভারত

0
16

স্পোর্টস ডেস্ক: ভারত নিজেদের ক্রিকেট ইতিহাসের ৯০০ তম ম্যাচ খেলে ফেলেছে। কিউদের ৭০৪ তম ম্যাচটি ভারত জিতে নিয়েছে নিয়েছে। সেই সাথে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে লিড নিলো দলটি। এই ম্যাচেই কিউদের ওপেনার টম লাথাম গড়েছেন অনন্য এক কীর্তি।

প্রথম ওডিআই ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ১-০তে লিড নিয়েছে মহেন্দ্র সিং ধোনির ভারত।

ধর্মশালায় দলীয় ৬৫ রানের মাথায় টপঅর্ডারের সাত ব্যাটসম্যান ফিরে গেলেও ৪৩.৫ ওভার ব্যাট করে কিউইরা ১৯০ রান তোলে।

আগে ব্যাট করা কিউই ওপেনার টম লাথাম ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে রেকর্ড গড়েন। ৯৮ বলে সাতটি চার আর একটি ছক্কায় ৭৯ রান করে অপরাজিত থাকেন তিনি। আরেক ওপেনার মার্টিন গাপটিল করেন ১২ রান।

এছাড়া, টপঅর্ডার-মিডলঅর্ডারের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মাঝেই ছিলেন। রস টেলর, কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার ব্যাট হাতে ব্যর্থ হন। ব্রাসওয়েলের ব্যাট থেকে আসে ১৫ রান।

তবে, শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করেন লাথাম। টিম সাউদির সঙ্গে ৭১ আর ব্রাসওয়েলের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন তিনি। টিম সাউদি ৫৫ রান করে ৪৫ বল মোকাবেলা করে। তার ইনিংসে ছিল ৬টি চার আর তিনটি ছক্কার মার।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হারদিক পান্ডে এবং অমিত মিশ্র। দুটি করে উইকেট পান কেদার যাদভ এবং উমেশ যাদভ।

১৯১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৯ রানের মাথায় বিদায় নেন ভারতের ওপেনার রোহিত শর্মা (১৪)। আরেক ওপেনার আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৩৩ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ভারতের বর্তমান সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি করেন অপরাজিত ৮৫ রান। তার দুর্দান্ত এই ইনিংসটি ছিল ৮১ বল মোকাবেলায় ৯টি চার আর একটি ছক্কায় সাজানো।

মনিষ পান্ডে ১৭ আর মহেন্দ্র সিং ধোনি ২১ রান করে সাজঘরে ফেরেন। ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন কেদার যাদভ। ১০১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here