স্পোর্টস ডেস্কঃ ১৯৮৬ সালে কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আর শিরোপা পাওয়া হয়নি আর্জেন্টাইনদের। এরপর ১৯৯০ সালে পশ্চিম জার্মানী ও ২০১৪ সালের ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয় আলবেসেলিস্তেদের। এবারের কাতার আসরে শিরোপার দাবিদারদের একটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আর্জেন্টিনার। বাংলাদেশ সময় বিকেল ৪টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। লিওনেল মেসির শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরেই মাঠে নামবে আলবেসেলিস্তেরা। সেই সঙ্গে কালো প্যান্টস থাকবে। এছাড়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গায়ে জড়াবেন লাল জার্সি।
এছাড়া সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষেও হোম জার্সিতে দেখা যাবে মেসিদের। তবে এই ম্যাচে মার্টিনেজকে দেখা যাবে গাঢ় সবুজ জার্সিতে। এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম। এদিকে বিশ্বকাপের মাসখানেই আগেই নতুন অ্যাওয়ে জার্সি প্রকাশ করে আর্জেন্টিনার জার্সি নির্মাতা প্রতিষ্ঠান।
মেসিদের অ্যাওয়ে জার্সির রং হালকা বেগুনি। অফিসিয়ালি যা লিগ্যাসি ইন্ডিগো বা পার্পল রাশ। প্রথমবারের মতো এই পার্পল রং গায়ে জড়াতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। জার্সির রং ও ডিজাইন করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০