ওই হারটা সারা জীবন দাগ কেটে থাকবে- মাহমুদুল্লাহ

0
33

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে পর পর দু’টি ম্যাচ শেষ মুহুর্তের ম্যাজিকে জিতেছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এমন উত্তেজনার জয় শেষে তিনি ভুলতে পারছেন না ভারতের কাছে সেই পরাজয়।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র ১ রানে পরাজিত হয়েছিলো বাংলাদেশ। সেই ম্যাচে শেষ তিন বলে দুই রান তুলতে গিয়ে বাংলাদেশ তাদের শেষ তিন উইকেট খুইয়ে বসে।

আর এই শেষ তিন উইকেটের দ্বিতীয়টি ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। জয়ের এত কাছে গিয়েও ফিরে আসাটা এখনও আক্ষেপে পোড়ায় টাইগারদের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।

শনিবার রিয়াদের নেতৃত্বাধীন খুলনার বিপক্ষে শেষ ওভারে চিটাগাং ভাইকিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। তবে মাহমুদউল্লাহর দুর্দান্ত বোলিংয়ে সে ওভারে মাত্র ১ রান নিতে সমর্থ হয় তারা। ফলে চার রানের জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসকে মাত্র ৪ রানে পরাজিত করার পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘যদি কখনো ওইরকম সুযোগ হয়, যেন ইতিবাচক সাইডে আমরা যেতে পারি। এই চেষ্টাটা থাকবে। আর যদি আমি থাকি, চেষ্টা করবো আমার সেরাটা দেওয়ার। প্রয়োজন হলে জীবন দিয়ে চেষ্টা করবো। যাতে রেজাল্ট আমাদের পক্ষে যায়।’

সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানান  ভারতের বিপক্ষে সেই ম্যাচে পরাজয়ের স্মৃতি সারাজীবনই বয়ে বেড়াতে হবে তাঁকে। আক্ষেপ করে তিনি বলেন, ‘ওই হারটা ভোলার মতো নয়। ওটা অনেক বড় সুযোগ ছিল। আমার মনে হয় ওই ম্যাচটার কাছে এই ম্যাচ কিছুই না। ওই হারের ক্ষত আমি জানি না, কিভাবে পূরণ হবে। ওটা সারাজীবন দাগ কেটে থাকবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here