ওনানার ঠিকানা ম্যান ইউ

0
98

স্পোর্টস ডেস্কঃ ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানা ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখালেন। সিরি-এ ক্লাব ইন্টার মিলানের হয়ে এক বছর কাটানোর পর এবার তাঁকে ইউনাইটেডে দেখা যাবে। ৫ বছরের চুক্তিতে ইউনাইটেডের সাথে চুক্তি করেছেন তিনি।

ওনানার জন্য মোট ৪ কোটি ৭২ লাখ পাউন্ড পর্যন্ত গুনতে হতে পারে ইংলিশ ক্লাবটিকে, খবর বিবিসির। গত গ্রীষ্মে ফ্রি এজেন্টে ইন্টারে যোগ দেবার আগে টেন হাগের কোচিংয়ে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। আয়াক্সে সাড়ে সাত বছর থাকাকালীন সময়ে টেন হাগের সঙ্গে কাজ করেন তিনি।

আয়াক্সের হয়ে তিনটি লিগ শিরোপা জেতেন ওনানা। এদিকে গত মৌসুমে ইন্টারের হয়ে তিনি জয় করেছেন ইতালিয়ান কাপ ও সুপার কাপ। ইতালির শীর্ষ লিগে ২৪ ম্যাচের আটটিতে জাল অক্ষত রাখেন ওনানা। আর চ্যাম্পিয়ন্স লিগে ১৩ বার ‘ক্লিন শিট’ ধরে রাখেন তিনি, যা ছিল মৌসুমের সর্বোচ্চ।

ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ২৫৫ ম্যাচে ১০৪ বার জাল অক্ষত রেখেছেন ওনানা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ক্যামেরুনের বিশ্বকাপ দলে কোচ রিগোবার্ট সংয়ের বিবেচনায় আসতে না পারায় গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই গোলরক্ষক।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here