স্পোর্টস ডেস্ক:: ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে ইনজুরিতে পড়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্ট। তার বদলী খেলোয়াড় দলে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে তিনি ওপেনার নন। রোহিত শর্মার দলের বিপক্ষে একজন স্পিন অলরাউন্ডার দলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইালে আগামিকাল দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে আফগানিস্তান ম্যাচে ওপেনার ম্যাথ্যু শর্ট উরুর ইনজুরিতে পড়েন। তার বদলী হিসেবে সেমিফাইনালের আগে তরুণ স্পিনার কুপার কনোলিকে দলে নেওয়া হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কুপার কনোলি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন। অস্ট্রেলিয়ার জার্সিতে মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন তিনি। মূলত সেমিফাইনালের ভেন্যু দুবাইয়ের পিচ বিবেচনায় স্পিনারকে দলে নেওয়া। যদিও কনোলি একাদশে থাকবেন কিনা সেটি সময়ই বলে দেবে। দুবাইয়ে স্পিনারদের আধিপত্যই থাকে সব সময়।
দুবাইয়ে গত রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত। ম্যাচে প্রতিপক্ষের ৯টি উইকেটই নিয়েছে ভারতের স্পিনাররা। ভারত স্পিনার নিয়েই একাদশ সাজাচ্ছে। যার কারণে ম্যাথু শর্টের জায়গায় একজন স্পিন অলরাউন্ডারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।
ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করছে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের সোনালি ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। রোহিত শর্মার দলের সামনে এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০