স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে রোববার টস জিতে আগে ব্যাট করতে নামা টাইগারদের ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার। তানজিদ হাসানকে মাঠে নামা সাকিব আল হাসানের দলে আজ ওপেনার হিসেবে খেলছেন মেহেদি হাসান মিরাজ।
স্বীকৃত ওপেনার নাঈম শেখের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে মিরাজ সাবলীল ব্যাটিং করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ ওভারে ৫০ রান। ২৫ বলে ২৪ রান করেছেন নাঈম। আর মিরাজ খেলছেন ২৩ বলে ১৬ রানে। সাত ম্যাচ পর ওপেনিং জুটিতে ৫০ দেখল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশঃ নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী ও মুজিব উর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০