ওপেনিংয়ে বিজয়ের সঙ্গী হচ্ছেন নাইম শেখ!

0
38

নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে শনিবার থেকে। তবে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, মঙ্গলবার। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন টাইগাররা। দলের মধ্যে বড় সমস্যা ছিল ওপেনিং।

এশিয়া কাপের আগে ইনজুরিতে পড়েন লিটন দাস। তাই ওপেনিং সমস্যা পোহাতে হয়। এরপর দল ঘোষণার সময় এনামুল হক বিজয়ের সাথে রাখা হয় পারভেজ হোসেন ইমন। মাত্র এক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করা ইমন এশিয়া কাপের মতো বড় আসরে কেমন করবেন, সেটা নিয়ে সংশয় ছিল।

দলে তৃতীয় কোনো ওপেনার না থাকায় ওপেনিংয়ে বিকল্প হিসেবে শোনা যাচ্ছিল সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের নাম। এর মধ্যে এশিয়া কাপে যাওয়ার আগে মিরাজ বাংলাদেশে দুটি প্রস্তুতি ম্যাচে ওপেনিং করেছেন এবং ভালোও করেছেন। কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছিল না কিছুই।

এর মধ্যেই ইনজুরিতে আসর থেকে ছিটকে যান নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। দলে অন্তর্ভুক্ত করা হয় ওপেনার নাইম শেখকে। উইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোয় দলে ডাক পান নাইম। দলের সাথে দুবাইয়ে অনুশীলন করা নাইম এবার ওপেনিংয়ের আলোচনায়।

মূলত অনুশীলনে তার ব্যাটিং দলের নীতি নির্ধারকদের নজর কেড়েছে। বড় শটের সাথে খেলার ধরনে অনেক সন্তুষ্ট টিম ম্যানেজম্যান্ট। দলের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছে আক্রমণাত্বক খেলার। আর সেই অনুযায়ী খেলছেনও নাইম। এতে করে টিম ম্যানেজম্যান্টও খানিকটা ভরসা পাচ্ছে।

এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও, ওপেনিংয়ে বিজয়ের সাথে দেখা যেতে পারে নাইমকেই। সেই সম্ভাবনাই এখন জোরালো হচ্ছে। এখন পর্যন্ত ৩৪ টি-টোয়েন্টিতে খেলা নাইম এর আগেও দুবাইয়ের মাঠে খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিফটিও আছে। বড় আসরে খেলার অভিজ্ঞতার পাশাপাশি ওপেনিংয়ে ডানহাতি-বামহাতি কম্বিনেশনও বিবেচনায় আছে। সব ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তাই নাইম শেখকে দেখা যেতে পারে একাদশে। আর তার সঙ্গী হবেন বিজয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here