স্পোর্টস ডেস্কঃ দুঃসহ টেস্ট স্মৃতি পেছনে ফেলে জয়ের ধারায় ফিরতে মারিয়া বাংলাদশ দল। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে আজ প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা। ডোমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে এগারটায় শুরু হবে ম্যাচটি। তবে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়াবে কী না তা নিশ্চিত নয়। আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের কারণে মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানরা অনুশীলনই করতে পারেন নি।
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়-পরাজয়ের রেকর্ড দেখে আশাবাদী হতেই পারে বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে এ পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে টাইগাররা। যার মধ্যে জয় পেয়েছে পাঁচটিতে, পরাজিত হয়েছে সাতটিতে এবং একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। শনিবার মাঠে নামার আগে জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘দল হিসেবে আমাদের জন্য সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশের জন্য জেতার সুযোগ।’
দলের ওপেনিং প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘মুনিম এখনো দলে নতুন। বিজয় অনেকদিন পর মাত্র আসলো। ওদেরকে ভালো সময় দিতে হবে। ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে এই নিশ্চয়তা দেওয়া টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব। সঠিকভাবে যেন সুযোগ পায়। এটা নিশ্চিত করা জরুরী। আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করব, ঠিকভাবে সুযোগ পেয়ে যেন নিজেদের গেমটা খেলতে পারে। আশা করি ওরা সুযোগ পাবে ও ভালো করবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০