ওভার কমিয়ে শুরু হচ্ছে ম্যাচ, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

0
6

স্পোর্টস ডেস্ক:: বৃষ্টির কারণে শেষ পর্যন্ত কার্টেল ওভারে শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক নিকোলাস পুরানকে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বিলম্বে শুরু হচ্ছে গায়ানায়।

বৃষ্টির কারণে ম্যাচ প্রায় দুই ঘন্টা বিলম্বে শুরু হচ্ছে। যার কারণে আম্পায়াররা কমিয়েছেন ম্যাচের ওভার। ৫০ ওভারের পরিবর্তে ৪১ ওভারের খেলা হবে। প্রতি ইনিংসে কাটা হয়েছে ৯ ওভার করে।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরুর হওয়ার কথা ছিলো। বৃষ্টির কারণে ম্যাচ প্রায় দুই ঘন্টা বিলম্বে শুরু হচ্ছে। যার কারণে আম্পায়াররা কমিয়েছেন ম্যাচের ওভার। ৫০ ওভারের পরিবর্তে ৪১ ওভারের খেলা হবে। প্রতি ইনিংসে কাটা হয়েছে ৯ ওভার করে। একজন বোলার ৯ ওভার বোলিং করতে পারবেন। বাকীরা সর্বোচ্চ ৮ ওভার করে বোলিং করতে পারবেন।

বাংলাদেশ একাদশ:: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহদী হাসান মিরাজ, নাসুম আহমদ, তাসকিন আহমদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, কাইল মায়ার্স, সামারাহ ব্রুকস, ব্রেন্ডন কিং, রভম্যান পাওয়েল, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, আন্ডারসন ফিলিপস ও মটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here