ওভালে টেস্ট অভিষেক হচ্ছে হ্যারি ব্রুকের

0
58

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা হ্যারি ব্রুক আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টে অভিষেক হচ্ছে এই ব্যাটারের। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওভালে দু’দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে বিকেল ৪টায়।

গত জানুয়ারিতে ইংল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ব্রুকের। এই ফরম্যাটে সবশেষ খেলেছেন গত জুনে। এবার মর্যাদার টেস্টে অভিষেক হচ্ছে ইয়র্কশায়ারের এই ক্রিকেটারের। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অ্যালিস্টার কুকের পরে দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন ব্রুক। ব্যাট হাতে ২৩৯ রান করে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেছিলেন।

ব্রুক ইতোমধ্যে খেলেছেন ৫৬ প্রথম শ্রেণির ম্যাচ। ব্যাট হাতে তাঁর সেঞ্চুরি আছে ৭টি। ৩০৬৭ রান করা এই ব্যাটার হাঁকিয়েছেন ১৭ হাফ-সেঞ্চুরিও। প্রোটিয়াদের বিপক্ষে মূলত জনি বেয়ারস্টো ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন ব্রুক। গত শুক্রবার বেয়ারস্টো গলফ খেলতে গিয়ে গোড়ালির নিচের অংশে চোট পেয়েছেন। তার অস্ত্রোপচার করাতে হবে। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে দারুণ ফর্মে থাকা এই ব্যাটারের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here