স্পোর্টস ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। আর সেই ম্যাচে আগে ব্যাট করতে নামা ওমানকে অল্পতেই গুঁড়িয়ে দিয়েছে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে পারেনি। এর আগে ৪৬ ওভারেই ১২৬ রানে অলআউট হয়ে পড়েছে ওমান। ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করবে প্রথম জয়ের খুঁজে থাকা বাংলাদেশ।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ধুঁকতে থাকে ওমান। প্রথম ৭.১ ওভারে মাত্র ৯ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় দলটি। এরপর আয়ান খান ও কাশ্যপ প্রজাপতি ৪৫ রানের জুটি গড়ে হাল ধরার চেষ্টা করেন।
তবে রাকিবুল হাসান বোলিংয়ে এসে আয়ানকে ফিরিয়ে সেই জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন। দ্রুতই কাশ্যপের উইকেট তুলে নেন শেখ মেহেদী। ৫৪ রানে প্রথম সারির ৪ ব্যাটারের উইকেট হারানোর পর ফের ৪৫ রানের একটি জুটি পায় ওমান। শুভ পাল ও শোয়েব খান সেই জুটি গড়েন। তবে এই জুটি ভাঙার পর আবার উইকেট হারাতে শুরু করে দলটি।
শেষ পর্যন্ত দলীয় রান ১৩০’র কোটা পার হওয়ার আগেই ইনিংস থেমে যায় ওমানের। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান এসেছে আয়ানের ব্যাট থেকে। শুভ ২৫, শোয়েব ২৩ ও কাশ্যপ প্রজাপতি ২২ রান করেন।
বাংলাদেশের হয়ে পেসার তানজিম হাসান সাকিব ৯ ওভার বল করে ২ মেইডেনসহ মাত্র ১৮ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেন। রাকিবুল হাসান ও মাহমুদুল হাসান জয় ২টি করে উইকেট লাভ করেন। রিপন মণ্ডল ও শেখ মেহেদী ১টি করে উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা