স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপের নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল স্কটল্যান্ড। এবার ওমানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। আর এতেই ৩ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়াকে টপকে ‘বি’ গ্রুপের শীর্ষে চলে এসেছে স্কটিশরা। সুপার এইটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করল দলটি। ২ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে অজিরা।
এদিকে একইসাথে ইংল্যান্ডকে গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দেওয়ার জোরালো বার্তা দিয়ে রেখেছে স্কটল্যান্ড। কারণ দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে এখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ২ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তিনে নামিবিয়া, ৩ ম্যাচ খেললেও কোনো পয়েন্ট না নিয়ে একেবারে পাঁচ নম্বরে অবস্থান করছে ওমান।
অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করতে পারে ওমান। দলের পক্ষে ওপেনার প্রতীক সর্বোচ্চ ৪০ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন। আয়ান খান ৩৯ বলে ৪ বাউন্ডারিতে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।
স্কটল্যান্ডের হয়ে ২টি উইকেট পেলেও ৪ ওভারে ৪০ রান খরচ করেছেন সাফিয়ান শরিফ।
১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিল স্কটিশরা। যার ফলে মাত্র ১৩.১ ওভারেই তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ৩১ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে একেবারে জিতিয়ে মাঠ ছাড়েন ব্র্যান্ডন ম্যাকমালান। হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটারও। এদিকে ২০ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪১ রানের ক্যামিও ইনিংস খেলেন জর্জ মুন্সী।
ওমানের হয়ে বিলাল খান ২.১ ওভার বলে করে ১২ রান খরচায় ১ উইকেট নিয়ে দলের সেরা বোলার এদিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post